নিখোঁজের ১৫ দিন পর সৌদি আরবের মরুভূমিতে পাথর চাপা অবস্হায় প্রবাসীর মরদেহ উদ্বার

অনলাইন ডেক্সঃ

সৌদি আরবের আল কাসিম অঞ্চলের মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় বাংলাদেশি যুবক সবুজ মাতুব্বরের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন পর তার মরদেহ খুঁজে পায় দেশটির পুলিশ। সবুজ মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।

পরিবারের সঙ্গে সবুজের শেষ কথা হয় গত ২৯ সেপ্টেম্বর রাতে। পরদিন, অর্থাৎ ১ অক্টোবর সকালে দেশে টাকা পাঠানোর কথা থাকলেও সেদিন থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সৌদিতে থাকা পরিচিতদের মাধ্যমে পরিবার জানতে পারে, সবুজ ওইদিন সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

স্বজনদের ধারণা, টাকার লোভেই সবুজকে হত্যা করা হয়েছে। তার ছোট বোন রিয়ামণি আক্তার জানান, আকামা বা কাজের অনুমতিপত্র করার জন্য সবুজের কাছে প্রায় তিন লাখ টাকা ছিল। এই টাকার জন্যই তাকে হত্যা করা হতে পারে বলে তিনি ও প্রতিবেশীরা সন্দেহ করছেন।

পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে প্রায় আট মাস আগে সৌদি আরবে পাড়ি জমান সবুজ। তার ভ্যানচালক বাবা আব্দুল জলিল মাতুব্বর ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তাদের স্বপ্ন ছিল, ঋণের টাকা শোধ করে গ্রামে নতুন ঘর তুলবেন। কিন্তু একমাত্র ছেলের মৃত্যুতে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

সবুজের চাচা খোকন মাতুব্বর জানান, মরদেহ অনেকটাই নষ্ট হয়ে গেলেও নিখোঁজ হওয়ার দিন পরা প্যান্ট ও গেঞ্জি দেখেই পরিচিতরা তাকে শনাক্ত করেন। এদিকে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানিয়েছেন, নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তারা সহায়তা করবেন।