নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ রাজা মিয়া নামে মাদক সম্রাট কে এক হাজার পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাজা মিয়া বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের বালুয়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।
এ বিষয়ে বরুড়া থানার এস আই শুভ জানায় আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাতের ভিক্তিতে রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে লগ্নসার নার্সারির সামনে থেকে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি রাজা মাস্টার কে ১ হাজার পিচ ইয়াবা সহ আটক করি। পরে থানার যাবতীয় কার্যক্রম শেষে রাজা মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়।