সদর দক্ষিনের কৃতি সন্তান মোঃ ইকবাল এর মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন

সালাহ উদ্দিন সোহেলঃ

 

সর্বোচ্চ ফলাফল নিয়ে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার হরশপুর গ্রামের কৃতি সন্তান মুহাম্মাদ ইকবাল হুসাইন এর এমফিল ডিগ্রি অর্জন
করেছ।এ সংবাদে তার শিক্ষাঙ্গন ও নিজ এলাকাতে খুশীর বন্যা বইছে।ইকবাল রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মকবুল আহমেদ এর ছেলে।

গত ২ নভেম্বর রবিবার মিশরের কায়রোস্থ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও আইন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী গবেষক এবং আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ–মিসর-এর সাবেক সভাপতি মুহাম্মাদ ইকবাল হুসাইন বিন মুহাম্মদ মকবুল আহমাদ-এর এমফিল থিসিসের ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়।
তার গবেষণার শিরোনাম ছিল ইসলামিক ব্যাংকের সামাজিক ভূমিকার ব্যত্যয়: এর বাস্তব প্রয়োগ ও শরয়ি বিধান।

অনুষ্ঠানে মুনাকিশ দাখিলী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুরাদ মাহমুদ হাসান হাইদার,
এবং মুনাকিশ খারিজি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হুসাইন মুহাম্মদ বাইয়ুমি আশ-শাইখ।
প্রধান সুপারভাইজার (মুশরিফ আসলী) হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মাহমুদ জামাল মুহাম্মদ আবদুল মাকসুদ এবং সহকারী সুপারভাইজার (মুশরিফ মুশারিক) ছিলেন অধ্যাপক ড. মাহমুদ আফিফি আফিফি।

অনুষ্ঠানে আল-আযহারের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি সেমিনারটিকে করে তোলে প্রাণবন্ত ও সার্থক। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনা শেষে মাননীয় অধ্যাপকবৃন্দ গবেষণার মান, উপস্থাপনা ও মৌলিকত্বে পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে গবেষক মুহাম্মাদ ইকবাল হুসাইন-কে সর্বোচ্চ ফলাফল “মুমতাজ”গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।

সাফল্যের এই আনন্দঘন মুহূর্তে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ,মিসর-এর কার্যকরী কমিটির পক্ষ থেকে গবেষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত জ্ঞানপীঠে সর্বোচ্চ ফলাফল অর্জনের মাধ্যমে গবেষক মুহাম্মাদ ইকবাল হুসাইন আযহার ওয়েলফেয়ার সোসাইটি ও গোটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

মুহাম্মাদ ইকবাল হুসাইন শিক্ষা/জীবনের শুরু থেকেই ছিলেন পরিশ্রমী ও মেধাবী।
২০১০ সালে রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন এবং ২০১২ সালে বাইতুল উলূম ঢালকানগর থেকে দাওরায়ে হাদীস শেষ করেন। পরবর্তীতে একই বছরের ১৪ নভেম্বর উচ্চশিক্ষার উদ্দেশ্যে মিশরে আগমন করেন।
২০১৩ সালে আল-আযহারের মা‘হাদে কৃতিত্বের সঙ্গে ৩য় স্থান অর্জন করেন।
তিনি ২০১৭ সালে অনার্স ও ২০১৯ সালে মাস্টার্স (তামহীদী) সম্পন্ন করেন।
কঠোর অধ্যবসায় ও অধ্যবৃত্তির পুরস্কারস্বরূপ তাঁকে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র হজ্ব পালনের সুযোগ দেওয়া হয়।

সাফল্য বিষয়ে ইকবাল বলেন,আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া ও অনুগ্রহ। অনুষ্ঠানে আযহার ওয়েলফেয়ার সোসাইটির দায়িত্বশীল ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আলোচনায় ডক্টরগণ যেভাবে গবেষণার মূল বিষয় ও ইস্যুগুলো বিশ্লেষণ করছিলেন, তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।”

ইকবাল হুসাইনের এই কৃতিত্বে আল-আযহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁদের বিশ্বাস, ইসলামি ব্যাংকিং বিষয়ে তাঁর এই গবেষণা বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে ইসলামি অর্থনীতি চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আযহার ওয়েলফেয়ার সোসাইটি তাঁর এই গৌরবময় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানায় এবং তাঁর ভবিষ্যৎ জীবন ও কর্মে অফুরন্ত বরকত কামনা করে।