সদর দক্ষিনের আলেকদিয়ায় ব্যাবসায়ীর ঘড়ে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

সাদ্দাম হোসেন হাদীঃ

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার আলেকদিয়া গ্রামের মজুমদার বাড়ির ব্যাবসায়ী হাবিবুর রহমান মজুমদার (রতন কাজীর) বসত ঘড়ে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাবিবুর রহমান মজুমদার (রতন কাজী) ও তার পরিবার ব্যাক্তিগত কাজে বাজারে যায়।বাজারের প্রযোজনীয় কাজ শেষে দুপুর ২টার দিকে বাড়িতে এসে দেখেন তার ঘড়ের আসবাবপত্র এলোমেল অবস্থায় রয়েছে। এসময় চোর চক্র ঘড়ের আলমারী ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ১১ ভরি স্বর্ণালংকারসহ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরির এ ঘটনায় হাবিবুর রহমান মজুমদার( রতন কাজী) বাদী হয়ে ১৬ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।