সাদ্দাম হোসেন হাদীঃ
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার আলেকদিয়া গ্রামের মজুমদার বাড়ির ব্যাবসায়ী হাবিবুর রহমান মজুমদার (রতন কাজীর) বসত ঘড়ে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
অভিযোগের ভিত্তিতে জানা যায়,গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাবিবুর রহমান মজুমদার (রতন কাজী) ও তার পরিবার ব্যাক্তিগত কাজে বাজারে যায়।বাজারের প্রযোজনীয় কাজ শেষে দুপুর ২টার দিকে বাড়িতে এসে দেখেন তার ঘড়ের আসবাবপত্র এলোমেল অবস্থায় রয়েছে। এসময় চোর চক্র ঘড়ের আলমারী ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ১১ ভরি স্বর্ণালংকারসহ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরির এ ঘটনায় হাবিবুর রহমান মজুমদার( রতন কাজী) বাদী হয়ে ১৬ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।