বারপাড়ার কৃতি সন্তান ডাঃমাজহারুল ৪৮ তম বিসিএস সুপারিশ প্রাপ্ত হয়েছে

সালাহউদ্দীন সোহেল

 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তি যোদ্ধা মরহুম ফরিদ উদ্দিন (মুহুরী) এর সুযোগ্য সন্তান ডাঃমাজহারুল ইসলাম (ফয়সাল) ৪৮ তম বিসিএস – সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

ডাঃমাজহারুল ইসলাম রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে জেডিসি। ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে কৃত্বিতের সাথে এইস এস সি পাস করেন। বর্তমানে এফ সি ফি এস নিউরোসার্জারী ফাইনাল পার্টের ট্রেনিং এ রয়েছে।

ভবিষ্যতে সে একজন দক্ষ নিউরো সার্জন হয়ে দেশের মানুষের সেবা করে যেতে চায়।