দ্রুত সময়ে নির্মান করা হবে পদুয়ার বাজার বিশ্বরোডে নতুন ইউলোপ,হোটেল রেস্টুরেন্ট ও পাম্পে থাকবে না বাস কাউন্টার 

অনলাইন ডেস্কঃ

 

আগামী এক মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্নের বিকল্প হিসেবে একটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান দূর্ঘটনা স্হানের ইউটার্নটির থেকে সর্বোচ্চ ৫০০ মিটার সামনে নতুন ও প্রশস্ত ইউটার্ন নির্মাণ করা হবে।পদুয়ার বাজার বিশ্বরোডের দুর্ঘটনাস্থলটি পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, নতুন করে যে ইউটার্নগুলো করা হবে সেগুলো প্রশস্ত করে নির্মাণ করা হবে। একটি করে লেন বৃদ্ধি করা হবে যেন যানবাহন গুলো ঘুরে আসতে কোন ধরনের বিঘ্ন না ঘটে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়াও সভায় আরো সিদ্ধান্ত হয়, মহাসড়কের পাশের হোটেল রেস্টুরেন্ট বা রিফুয়েলিং স্টেশন থেকে বাস কাউন্টার সরাতে হবে। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজারের আশ পাশ ও ফুটওভার ব্রিজের নিচ থেকে সকল ধরনের কাউন্টার ও বাস স্টপেজ সরানো হবে।

চলমান ইউরোপ নির্মানের ধীরগতির বিষয়ে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে যে ইউলুপ নির্মাণের কাজ চলছে তার পঁচিশ শতাংশ সম্পন্ন হয়েছে। ৫৭টি আপত্তির মধ্যে একটি আপত্তির শুনানি করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সকল আপত্তির শুনানি শেষ করে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।