কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের কোটবাড়ি সড়কে বিক্ষোভ

অনলাইন ডেক্স:

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক  প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা  কোটবাড়ি সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দেয়।

বিক্ষভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়কে বসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে। এ সময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান তাদের দাবি না মানা নামা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।