অনলাইন ডেক্সঃ
কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিল একটি ভিডিও ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের পাকরাও করে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার হাতে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ সংঘঠনের কিছু লোক মহাসড়কের ঝটিকা মিছিল ও দেশের নিরাপত্তা বিঘœ ঘটানায় জড়িত থাকায় স্থানীয়দের সহযোগিতায় পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা জিংলাতুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।