কুমিল্লার বরুড়ায় মঞ্জুরহত্যা মামলার আসামি কামাল গ্রেফতার

অনলাইন ডেস্ক :

কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের মৃত মোঃ সিরাজুল ইসলামের ছেলে মঞ্জুর মরদেহ ২০১৪ সালে গালিমপুরে কাবলি পুকুর নামে পরিচিত(মুন্সিবাড়ি ও হাজী বাড়ির মাঝখানে রাস্তার পূর্বপাশে) পুকুরে পাওয়া যায়।

২০১৪ সালে পরিবারের পক্ষ থেকে মইনুল ইসলাম বাদী হয়ে গালিমপুর গ্রামের আব্দুল কাদের কন্টাক্টরের ছেলে মোঃ কামাল কামালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র ও নিহত মঞ্জুর পরিবারের পক্ষ থেকে জানায়, আসামি বিভিন্ন কৌশলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, প্রকাশ্য এলাকাতে ঘুরতেন। গত রবিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্জু হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেন। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার পক্ষ হয়ে লেখেন তিনি বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ কাজী নাজমুল হাসান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

মইনুল ইসলাম বলেন, আমার ভাই মঞ্জুর হত্যার এক নাম্বার আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী, তাদেরকে ধন্যবাদ জানাই, তবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।