সেলিম সজিবঃ
অন্তর্বর্তীকালীন সরকার কুমিল্লা বিভাগ গঠনে এগোচ্ছে, যা বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালির ৬ টি জেলা নিয়ে গঠন হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকার ইতিমধ্যে প্রাক-নিকার সচিব কমিটি গঠন করেছে এবং ২৮ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির প্রধান দায়িত্বের মধ্যে নতুন বিভাগ, জেলা, উপজেলা ও থানার সদর দপ্তর নির্ধারণ এবং প্রয়োজনীয় ভূমি ও অবকাঠামো সুপারিশ দেওয়া রয়েছে।
চলুন দেখা নেওয়া যাক, বিগত বছরগুলোতে দৈনিক আজকের আজকের কুমিল্লার প্রকাশিত সংবাদ শিরোনাম : ‘কুমিল্লা বিভাগ’ – বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি, ‘কুমিল্লা বিভাগ’ – বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি, যে কারণে আমরা কুমিল্লা নামে বিভাগ চাই, ‘কুমিল্লা’ নামের বিভাগের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে কুমিল্লাবাসিকে? কুমিল্লা বিভাগ হলে বৃহত্তর কুমিল্লা যা যা পাবে।
‘কুমিল্লা বিভাগ’ – বৃহত্তর কুমিল্লাবাসীর প্রানের দাবি, যে কারণে আমরা কুমিল্লা নামে বিভাগ চাই, কোটি মানুষের প্রাণের দাবি: কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ: অপেক্ষার অবসান কবে ?
কুমিল্লা বিভাগ দাবিতে সবচেয়ে বেশি সংবাদ প্রকাশ করেছে বর্তমান প্রজন্মের পাঠকনন্দিত দৈনিক আজকের কুমিল্লা পত্রিকা ও অনলাইন।
এখনো মোবাইলে গুগল সার্চ অপশনে কুমিল্লা বিভাগ লিখলেই আজকের কুমিল্লার সংবাদগুলো ভেসে উঠবে।
কুমিল্লায় রয়েছে অষ্টম শতকে নির্মিত কোটবাড়ীর শালবন বৌদ্ধবিহারসহ প্রায় অর্ধশতাধিক প্রত্নসম্পদ। রয়েছে ময়নামতি জাদুঘর। এখানকার কোটবাড়ীতে রয়েছে ড. আখতার হামিদ খানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড), ব্রিটিশ আমলের কুমিল্লার ময়নামতি সেনানিবাস, কুমিল্লা বিমানবন্দর, সুদীর্ঘ রেললাইন।
এই শহরের বড় হয়েছেন দেশের নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী, উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার অন্যতম সহযোদ্ধা রফিকুল ইসলাম। এখানে এসেছিলেন অহিংসার বাণী নিয়ে মহাত্মা গান্ধী। আরও এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
এছাড়াও কুমিল্লায় রয়েছে শতবর্ষের ঐতিহ্যে লালিত দেশের একমাত্র সার্ভে প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট।
সর্বশেষ বলা যায়, কুমিল্লাবাসীর দৃঢ় বিশ্বাস কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের মধ্য দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবেন সরকার।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুও নিজ অবস্থান থেকে লেখনীর মাধ্যমে (সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা প্রেসক্লাব) অবদান রেখে চলেছেন। আজকের কুমিল্লার পত্রিকায় কুমিল্লার বিভাগ নিয়ে প্রতিদিন পত্রিকায় কলাম থাকতোই, এটা ছিলো সম্পাদকের নির্দেশ।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হলে দৈনিক আজকের কুমিল্লাও সেই বাস্তবায়নের অবিচ্ছেদ অংশ।