সালাহ উদ্দিন সোহেলঃ
সাহসিকতাপূর্ণ, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হয়েছেন।
গত ০৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখে এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া তাঁর সঙ্গীয় ফোর্সসহ এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সফল অভিযানে অংশ নেন।সে ঝুকি পূর্ন অভিযানটিই তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি এনে দিয়েছেন তার কর্মময় জীবনে।
গত ০৩/০৬/২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ২২.৩৫ ঘটিকায় সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশী চালাচ্ছিলেন। ঠিক ঐ সময় কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোডগামী একটি সিএনজি কে সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে বসে থাকা একজন দুষ্কৃতিকারী ডিউটিরত পুলিশ সদস্যদের গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করে।তৎক্ষণাৎ, ডিউটিরত অফিসার ও ফোর্সরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এই সময় এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া আহত হলেও সাহসিকতার পরিচয় দিয়ে বিদেশী পিস্তলসহ ৪০টি মামলার আসামী মোঃ খাইরুল হাসান (৩০), ১৬টি মামলার আসামী মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), এবং ১৪টি মামলার আসামী মোঃ সোহাগ মোল্লা (৩৫) কে গ্রেফতার করে। এবং তাদের কাছে থাকা ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করেন।
জিজ্ঞাসাবাদে আসামীরা জানা যায়,পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষ্যে পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।
এই দুস্কৃতিকারীদের অবৈধ অস্ত্রসহ সাহসিকতার সহিত গ্রেফতার করার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এস.আই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) পদকে ভূষিত করেছে। এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের প্রতি তাঁর অক্লান্ত পরিশ্রম, নির্ভীকতা ও দায়বদ্ধতার প্রমাণ বহন করে। এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া’র অসামান্য বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) অর্জনের জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।